Khoborerchokh logo

পীরগঞ্জে বসতবাড়ীর সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৩ 180 0

Khoborerchokh logo

পীরগঞ্জে বসতবাড়ীর সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৩



মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর):

রংপুর জেলার পীরগঞ্জের চতরায় বসতবাড়ীর সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষ আহত, আহতদের একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর একজন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি  হন।গত ২৫ আগষ্ট (শুক্রবার) উপজেলার চতরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এসময় আহত হন চতরা গ্রামের দেবাশীষ চক্রবর্তীর ছেলে দীপন চক্রবর্তী(৩০), দেবাশীষ চক্রবর্তীর সহধর্মিণী কবিতা চক্রবর্তী (৬০) এবং অপর পক্ষের গৌতম সাহা (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার আনুমানিক সকাল ১১ ঘটিকায় দেবাশীষ চক্রবর্তীর বাড়ি ঘেষে রাস্তা দিয়ে গৌতম সাহা'র মালবাহী অটোভ্যান নিয়ে যাওয়ার সময় ঘরের ওয়ালে অটোভ্যান লাগানো এবং তাদের বাড়ির সীমানা কে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে দু পক্ষের মধ্যে মারামারি হয় এতে আহত হয়ে দেবাশীষ চক্রবর্তী ছেলে দীপন চক্রবর্তী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন,দেবাশীষ চক্রবর্তীর সহধর্মিণী কবিতা চক্রবর্তী (৬০) আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন এবং অপর পক্ষের গৌতম সাহা (৩৫) আহত হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ বিষয়ে দেবাশীষ চক্রবর্তী বড় ছেলে আমীষ চক্রবর্তী পীরগঞ্জ থানায় ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন,গত ২৫ তারিখে ঘটনাটির একটি অভিযোগ পত্র হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com